image

সীতাকুন্ডে গোল্ডেন ইস্পাতে ভয়াবহ বিষ্ফোরণ, দগ্ধ ৫

image

চট্টগ্রামের সীতাকুন্ডে গোল্ডেন ইস্পাত অটো রি-রোলিং মিলে ভয়াবহ ফার্নেস বয়লার  (লোহা তরল করার যন্ত্র) বিষ্ফোরণে পাঁচজন শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার সকাল ১০টার সময় উপজেলার কুমিরা মাজার গেইট এলাকায় গোল্ডে ইস্পাত অটো রি-রোলিং মিলে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা য়ায়, বুধবার সকাল ১০টার সময় কারখানাটিতে হঠাৎ কয়েকটি বিষ্ফোরণের ঘটনা ঘটে। বিষ্ফোরণে কারখানার লোহা তরল করার যন্ত্র (ফার্নেস চুলা) ফুটো হয়ে যায়। এসময় ওখানে কর্মরত ৫জন শ্রমিকের শরীরে তরল লোহা পড়ে। এতে ওই শ্রমিকগুলো দগ্ধ হন। মিল কর্তৃপক্ষ তিনজন দগ্ধ হওয়ার কথা বললেও অনুসন্ধানে বেরিয়ে এসেছে ৫জন শ্রমিক দগ্ধ হওয়া বিষয়টি। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারী আল আমিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শ্রমিকরা হলেন, গায়বাদ্ধা জেলার কুবতলা গ্রামের আজির উদ্দিনের পুত্র মোহাম্মদ শামীম (২৪)। চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার কাচিয়াপাড় এলাকার রবিউল হোসেনের ছেলে সোহাগ (২৭) ও নেত্রকোনা জেলার আটপাড়া থানার মনছুরপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে মিজান (৩২)। দগ্ধ অপর দুই শ্রমিক আল আমিন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
স্থানীয়রা জানান, পরপর তিনবার ভয়াবহ বিষ্ফোরণের কারণে পুরো এলাকায় কম্পন সৃষ্টি হয়। এসময় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। 
চট্টগ্রাম নগরীর এ কে খান এলাকায় অবস্থিত আল আমিন হাসপাতালের ডাক্তার মোহাম্মদ তুহিন বলেন,  গোল্ডেন ইস্পাত অটো রি- রোলিং মিলে চারজন শ্রমিক দগ্ধ হন। তাদের দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। মিজান ও শামীম নামে দুই শ্রমিক এ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তারা কত পারসেন্ট দগ্ধ হয়েছে তা জানাতে অস্বীকৃতি জানান এই চিকিৎসক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন বলেন, গোল্ডেন ইস্পাতে বিষ্ফোরণের ঘটনায় সোহাগ নামে এক শ্রমিককে দগ্ধ হন। তার শরীরের ৪৫ ভাগ পুড়ে গেছে। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলেছে। 

কারখানার ব্যবস্থাপনা পরিচালক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুরুল আলম বলেন, কোন বিষ্ফোরণ হয়নি। লোহা তরল করার যন্ত্র (ফার্নেস চুলা) ফুটো হয়ে তরল লোহা বেরিয়ে পড়লে তিনজন শ্রমিক আহত হন।

সীতাকুন্ড মডেল থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জব্বারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষ্ফোরণে ঘটনায় তিনজন শ্রমিক দগ্ধ হয়েছেন বলে শুনেছেন।তাদের মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।