image

আনোয়ারার বীর মুক্তিযুদ্ধা এম এ হকে'র ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

image

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগেরর সাবেক সহ সভাপতি ও আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযুদ্ধা এমএ হক শুক্রবার সকাল ৭টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বৎসর। তাঁর পিতার নাম মরহুম আব্দুল জলিল। আনোয়ার উপজেলার বৈরাগ ইউনিয়নে তাঁর জন্ম। মৃত্যুকালে তিনি ৪ছেলে ও দুই মেয়ে রেখেযান। তিনি আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবুর সহযুদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধা চলাকালে তিনি ১ নং সেক্টরের একজন সক্রিয় মুক্তিযুদ্ধা হিসেবে যুদ্ধে অংশ নেন।

মুক্তিযুদ্ধা এমএ হকের মৃত্যুতে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মোফিজুর রহমান, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ার উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক, শ্রমিক লীগের সভাপতি মোঃ ছৈয়দ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শওকত ওসমান, সাধারণ সম্পাদক এএইচএম ওসমান গণি রাশেল,দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুতাহের,আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম নজরুল ইসলাম, আনোয়ারার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ও সামাজিক সংগঠনের নেতা কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।