image

একবিংশ শতাব্দীর সেরা ফুটবল একাদশ

image

উয়েফা একবিংশ শতাব্দীর সেরা দল নির্বাচন করেছে। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার একাদশে স্থান পেয়েছেন। ভোটের মাধ্যমে এই একাদশ বাছাই করা হয়েছে।

উয়েফার সেরা একাদশের ছয়জনই স্প্যানিয়ার্ড। তারা হলেন- ইকার ক্যাসিয়াস, জেরার্ড পিকে, কার্লোস পুয়েল, জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তা। ইউরোপের বর্ষসেরা দলেও সবচেয়ে বেশিবার জায়গা পেয়েছেন তারা।

মেসি-রোনাল্ডো ছাড়াও এ দলে আছেন ফরাসি গ্রেট থিয়েরি হেনরি, বিশ্বকাপজয়ী জার্মান তারকা ফিলিপ লাম ও সাবেক ইংলিশ তারকা স্টিভেন জেরার্ড। এ ত্রয়ীর কারোই স্প্যানিশ লিগে খেলার অভিজ্ঞতা নেই।

উয়েফার সেরা একাদশ-

গোলরক্ষক-ইকার ক্যাসিয়াস।

ডিফেন্ডার-কার্লোস পুয়েল, সার্জিও রামোস ও জেরার্ড পিকে।

মিডফিল্ডার-জাভি হার্নান্দেজ, আদ্রেস ইনিয়েস্তা, ফিলিপ লাম ও স্টিভেন জেরার্ড।

ফরোয়ার্ড-লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও থিয়েরি হেনরি।

স্ট্যান্ডবাই-জিনেদিন জিদান, কাকা, রোনালদিনহো, জিয়ানলুইজি বুফন, পাভেল নেদভেদ ও টনি ক্রুস।