image

আনোয়ারায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

image

আনোয়ারায় দুই দিন ব্যাপী ৪৮তম জাতীয় স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় উপজেলার আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন হয়।

উপজেলা স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উদ্বোধনের শুরুতেই জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও নিজ নিজ বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার গৌতম বাড়ৈ,  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আ ন ম নাজমুল উলা সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধানরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথির  বক্তব্যে  উপজেলা নির্বাহি অফিসার গৌতম বাড়ৈ বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার প্রয়োজন অপরিহার্য। দেশকে ভালবাসতে হলে, দেশের মানুষকে ভালবাসতে হলে খেলাধূলার মাধ্যমে মনকে সৃজনশীল করে গড়ে তোলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াকে গুরুত্ব সহকারে মূল্যায়ন করেবলে সংসদেও প্রতিনিধিত্ব করার জন্য জাতীয় নির্বাচনে মাশরাফি বিন মর্তুজাকে দলীয় মনোনয়নদেন এবং তিনি সাংসদও নির্বাচিত হন। 

ক্রীড়া শিক্ষক আসমত আলীর সন্চালনায় খেলা পরিচালনা করেন, ক্রীড়া শিক্ষক আশরাফুল আলম, এনামুল হক, নেজাম উদ্দীন, নুরুল আমিন, সমীর দাশ, মিতা বড়ুয়া, জগন্নাত দাশ, আজিজুল হক, খোকন নাথ, শহীদুল ইসলাম,রায়হানুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য আনোয়ারায় ৪৮ তম জাতীয় স্কুল ও মাদ্রাসার সোমবার প্রথম দিন ছাত্রদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং মঙ্গলবার ছাত্রীদের প্রতিযোগিতার মধ্যদিয়ে শেষ হবে।