image

বান্দরবানের লামায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তৈয়ব আলী

image

আসন্ন প ম উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানের লামা উপজেলা হতে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন মো. তৈয়ব আলী। তিনি বর্তমানে লামা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও লামা উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আলী মিয়ার সন্তান।

প্রার্থীতা ঘোষনা দিয়ে ও নিজের অবস্থান তুলে ধরে বৃহস্পতিবার দুপুরে লামা প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মো. তৈয়ব আলী। এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, লামা পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মো. শাহজাহান, নুর মোহাম্মদ মিন্টু, উজ্জ্বল বড়–য়া, যুগ্ন সাধারণ সম্পাদক মংশৈহ্লা মার্মা, ত্রাণ সংবাদ সম্মেলনে মো. তৈয়ব আলী বলেন, আমি বাংলাদেশ আওয়ামীলীগের একজন একনিষ্ট সমর্থক ও আওয়ামী পরিবারের সদস্য।

দল থেকে আমাকে প্রার্থী হিসেবে সমর্থন দিলে আসন্ন প ম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে আমি একজন প্রার্থী। লামা উপজেলার সৃষ্টি থেকে আমার পরিবার নেতৃত্ব দিয়ে আসছে। আমি ১৯৯৮ সাল থেকে সক্রিয়ভাবে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আমি আশাবাদী দল আমাকে সমর্থন দিলে বিগত দিনের ধারাবাহিকতা ধরে রেখে লামাবাসি আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন।

সম্মেলনে সাংবাদিকদের মধ্য উপস্থিত ছিলেন, লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়–য়া, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, কালেরকন্ঠ প্রতিনিধি তানফিজুর রহমান, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, গাজী টিভি প্রতিনিধি ফরিদ উদ্দিন, লামা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক উজ্জ্বল বড়–য়া, প্রথম আলো প্রতিনিধি এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, সাংবাদিক আবুল কাসেম, মাওলানা শামছুদ্দোহা, মো. শাহনেওয়াজ, অরুপম বড়–য়া, মো. জাহেদ উদ্দিন সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

সকলকে ধন্যবাদ দিয়ে ও মো. তৈয়ব আলী মঙ্গল কামনা করেন এবং লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়–য়া সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।