image

তথ্য প্রযুক্তির উৎকর্ষতা সাধনে চট্টগ্রামের ভূমিকা অগ্রণী : আইটি ফেয়ার সমাপনীতে এমএ লতিফ এমপি

image

তথ্য প্রযুক্তির উৎকর্ষতা সাধনে চট্টগ্রামের ভূমিকা অগ্রণী এবং এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে চট্টগ্রাম চেম্বার ও এসসিটিআইপি’র এ ফেয়ার আয়োজন ইতিবাচক সাফল্য যুক্ত করবে বলে মন্তব্য করেছেন চেম্বারের সাবেক সভাপতি ও চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুল লতিফ এমপি।

২৮ জানুয়ারী সোমবার রাতে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩দিনব্যাপী আয়োজিত ফেয়ারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

তিনি আরো বলেন, চট্টগ্রাম চেম্বার সবসময় তরুণ উদ্যোক্তাদের সহযাত্রী হিসেবে সহযোগিতা করেছে। চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য প্রসারে তাদের কর্মকান্ড সত্যিই প্রশংসনীয়। বর্তমান ডিজিটাল যুগে দেশের অগ্রযাত্রা বেগবান করতে তথ্য প্রযুক্তির উন্নয়ন ও সাধারণের সাথে এর পরিচয় তথা সমন্বয় ঘটাতে হবে। মানুষের মধ্যে তথ্য প্রযুক্তি সর্ম্পকে আগ্রহ সৃষ্টিতে এ মেলা কার্যকর ভূমিকা রাখবে এমনটাই তিনি দাবী করেন।

চট্টগ্রাম চেম্বারের উপসচিব মোঃ আলী আজগরের সঞ্চালনায় ও চেম্বার সভাপতি মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন একে খাঁন গ্রুপের চেয়ারম্যান সালাহউদ্দিন কাশেম খাঁন, চেম্বারের সহ-সভাপতি সেয়দ জামাল আহমেদ।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক কামাল মোস্তাফা, একেএম আকতার চৌধূরী, জহুর আলম, আবদুল মান্নান।

সূচনা বক্তব্য রাখেন এসসিটিআইপি আবদুল্লাহ ফরিদ এবং স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা পরিষদের সদস্য সৈয়দ মোঃ মোরশেদ আলম।