image

৩মার্চ আকবর শাহ্ হাউজিং সোসাইটি নির্বাচন : সাধারণ সম্পাদক পদে মোশারফ হোসেন আলোচনার শীর্ষে

image

পাহাড়ঘেরা শান্ত-সূশীতল আর পরিচ্ছন্ন আবাসিক প্রকল্প নগরীর আকবর শাহ্ (রাহঃ) আবাসিক এলাকা মালিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে শেষ মূহুর্তের প্রচার-প্রচারণা। 

৩ মার্চের অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে পুরো আবাসিক এলাকায় চলছে সাজ সাজ রব। ২০১৯-২০২০ কার্যকরী পরিষদ নির্বাচনে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতিসহ ছয়টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও সাধারণ সম্পাদকসহ ৩টি পদে চলছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। 

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা কারী মোহাম্মদ মোশারেফ হোসেন প্রচার-প্রচরণা ও ভোটারদের আলোচনায় এগিয়ে থাকলেও অপর প্রার্থী তাইসারুল ইসলাম তালীমও চালিয়ে যাচ্ছে বিরামহীন প্রচারণা 

দ্বি-বার্ষীক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন, সভাপতি পদে মোহাম্মদ জসিম উদ্দীন, সহ-সভাপতি পদে মোহাম্মদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক পদে জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক পদে মোঃ রেজাউল করিম আবু, প্রচার সম্পাদক পদে বেলাল হোসেন ও নির্বাহী সদস্য পদে শেখ মোহাম্মদ ফরিদুল ইসলাম চৌধূরী (খসরু)।

নয় সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ নির্বাচনে বাকি তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মোশারেফ হোসেন ও তাইসারুল ইসলাম তালীম। 

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাইনু উদ্দীন ভূঁইয়া ও আকতার হোসেন রুপেন। এছাড়া অর্থ সম্পাদক পদে মোহাম্মদ আবদুর নূর ও মোহাম্মদ জসিম উদ্দীন। 

আবাসিক এলাকার বাসিন্দাদের সাথে আলাপকালে জানা যায়, সদস্যদের সুখে-দূঃখে যাদের সহযোগিতায় নিজেদের নিরাপদ রাখা যায় এমন প্রার্থীদেরই বেছে নেবেন তারা।