image

প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত হোতাদের গ্রেফতার করা হবে: সিআইডি প্রধান

image

বিভিন্ন নিয়োগ পরীক্ষা ও ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত নেপথ্যে থাকা হোতাদের শিগগিরই গ্রেফতার করা হবে জানিয়েছেন সিআইডি প্রধান অ্যাডিশনাল আইজিপি হিমায়েত হোসেন। 

বৃহস্পতিবার ৩১ জানুয়ারি সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
 
তিনি বলেন, এ পর্যন্ত ৪৬ জনকে আধুনিক ডিভাইসসহ আটক করা হয়েছে। এছাড়া এ চক্রের কাছে ৩০ কোটি টাকা রয়েছে বলেও জানান।

৩০ কোটি উল্লেখ করে তিনি বলেন, তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হয়েছে। 

এসময় বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল জানান, আটককৃতদের কাছ থেকে ২৭ টি আধুনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে, যাতে তারা ভবিষ্যতে এমন অপরাধ করতে না পারে। 

তিনি আরো বলেন, প্রশ্নপত্র ফাঁসে যারা সুবিধাভোগী তাদেরকেও আটক করা হবে এবং মানি লন্ডারিং আইনে মামলা করা হবে।