image

ডাকসু নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে চট্টগ্রামে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের বিক্ষোভ সমাবেশ

image

ডাকসু নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে ও এই নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন নেওয়ার দাবিতে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য আজ বিকালে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।

নগরীর চেরাগী পাহাড় মোড়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি আরিফ মঈনুদ্দিন, পরিচালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম মহানগর সংসদের সাধারণ স¤পাদক এ্যানি সেন।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম নগর শাখার সভাপতি লোকেন দে ও চবি শাখার সভাপতি মির্জা ফখরুল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সহসভাপতি রায়হান উদ্দিন চবি শাখার সদস্য কায়সার আমিন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি শাখার সাংগঠনিক স¤পাদক মাহবুবা জামান রুমি, পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম নগর শাখার সাধারণ স¤পাদক অমিত চাকমা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চবি শাখার সভাপতি আবিদ খন্দকার।

নেতৃবৃন্দ বলেন, “গণতন্ত্রের সূতিকাগার নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় পর ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। কিন্তু এমন কলঙ্কিত ডাকসু নির্বাচন ইতিহাসে এই প্রথম। ছাত্রলীগ ও প্রশাসন আঁতাতের মাধ্যমে ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনের মডেলে আগের রাতে অস্বচ্ছ ভোট বাক্স পূর্ণ করে, সাধারণ শিক্ষার্থীদের ভোটকক্ষে প্রবেশ করতে না দিয়ে অনুষ্ঠিত নির্বাচন প্রত্যাখ্যান করেছে ছাত্রলীগ ছাড়া সমস্ত ছাত্র সংগঠন, স্বতন্ত্র প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। অগণতান্ত্রিক ও স্বৈরাচারী বর্তমান সরকার সারাদেশে যে ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়েও তার বিস্তার ঘটিয়ে তার চ‚ড়ান্ত রূপ প্রকাশ করেছে।” নেতৃবৃন্দ ভোট ডাকাতির এই ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান করেন, পুননির্বাচনের দাবি করেন এবং সারা দেশের ছাত্র সমাজকে স্বৈরাচারী সরকারের সকল নীলনকশা রুখে দাঁড়ানোর আহ্ববান জানান।