image

ফটিকছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থাপনের দাবীতে মানববন্ধন

image

ফটিকছড়ি উপজেলার বখ্তপুরে চিকিৎসাবঞ্চিত হতদরিদ্র মানুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা আয়োজন করেছে বখ্তপুর আদর্শ ক্লাব নামের একটি সংগঠন।

বুধবার শান্তিরহাট বাজারে সকাল ১০টা হতে দিনব্যাপী আয়োজিত এই চিকিৎসা ক্যাম্পে ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বখ্তপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক বিভিন্ন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চিকিৎসা ক্যাম্পের শুরুতে সংগঠনের সভাপতি মাষ্টার আবু হানিফ রিপনের সভাপতিত্বে ও সদস্য রিমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদীন মুহুরী, অধ্যাপক সাজেদুল করিম, অ্যাডভোকেট পাপড়ি সোলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শারমিন আকতার নূপুর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান রুপু, ছাত্রলীগ নেতা রাসেল, আদর্শ ক্লাবের সদস্য জকু, মুজিব, জাহাঙ্গীর, জামশেদ, সাকিব, রানা, রবি, বাদশা, ইমন, সাইমন প্রমুখ।

চিকিৎসা সেবার পর বিকাল ৪টায় শান্তিরহাট বাজারে দক্ষিণ ফটিকছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থাপনের দাবীতে মানববন্ধন করেন বখ্তপুর আদর্শ ক্লাব। মানববন্ধনে মাওলানা ওসমান গণি জালালী, অধ্যাপক সাজেদুল করিম, মেম্মার নিজামুল মালেক,মোশারফ হোসেন, পারভেজ, নাজমুল সাকিব, সাইফু সহ উপস্থিত ছিলেন এলাকার সর্বস্থরের জনসাধারণ।