image

চুয়েটে ‘এলএনজি প্রযুক্তির আলোকে জাহাজ নির্মাণ শিল্পের সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

image

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে বাংলাদেশে এলএনজি প্রযুক্তির আলোকে জাহাজ নির্মাণ শিল্পের সম্ভাবনা বিষয়ে ÒSeminar on Shipbuilding Prospect in Bangladesh focusing on LNGÓ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৩ মার্চ (বুধবার) বিকালে যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দীন আহম্মদের সভাতিত্বে সেমিনারে কী-নোট স্পীকার ছিলেন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শাখাওয়াত হোসাইন।

সেমিনারে যন্ত্রকৌশল বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।