image

টেকনাফে বিজিবি’র বন্দুকযুদ্ধে এক মাদককারবারি নিহত : ইয়াবা ও ধারালো কিরিছি উদ্ধার

image

টেকনাফে বিজিবি’র সাথে কথিত বন্দুক যুদ্ধে এক মাদককারবারী নিহত হয়েছে। নিহত মাদককারবারী টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল­ান পাড়ার নুরুল ইসলাম বলে জানা যায়। সুত্রে জানায় ১৪ মার্চ বৃহস্পতিবার ভোররাতে পৌরসভার খানকার ডেইল গ্রামের পূর্ব পার্শ্বে মেহেদী লবন প্রজেক্টের উত্তর-পশ্চিম দিক দিয়ে বিপুল পরিমাণে ইয়াবা বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর নাঃ সুবেঃ মোঃ শাহ আলম এর নেতৃতে ০১ টি টহলদল  খানকার ডেইল গ্রামের পূর্ব পার্শ্বে মেহেদী লবন প্রজেক্টের নিকট গমন করে ওঁৎ পেতে থাকে।

টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা পাচারকারীরা টহলদলের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে এবং ধারালো অস্ত্র নিয়ে আক্রমন করে। এতে বিজিবি’র টহলদলের একজন সদস্য আহত হয়। এ সময় বিজিবি আতœরক্ষার্থে কৌশলগত অবস্থান নিয়ে পাল্টা গুলি বর্ষন করে। উভয় পক্ষের মধ্যে প্রায় ১০-১২ মিনিট গুলি বিনিময় চলে। এরপর ইয়াবা পাচারকারীরা গুলি করতে করতে ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দ থামার পর ভোরের আলোতে টহল দলের সদস্যরা এলাকা তল­শী করে ০১ জন অজ্ঞাত নামা ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে টেকনাফ মডেল থানায় খবর দেয়া হয় ও পুলিশের সহযোগিতায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত ডাক্তার উক্ত ব্যক্তিকে মৃত ঘোষনা করেন। এছাড়াও উক্ত স্থান হতে আনুমানিক ৭হাজার পিছ ইয়াবা ট্যাবলেট ও ০২ টি লোহার ধারালো কিরিচ উদ্ধার করা হয়। 

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত তথ্য নিশ্চিত হওয়া যায়।