image

সড়ক দূর্ঘটনায় লামার নির্বাচনী প্রিজাডিং অফিসার ও পুলিশসহ আহত- ২২ : ৪ জন আশংকাজনক

image

সড়ক দূর্ঘটনায় বান্দরবানের লামা উপজেলা নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও পুলিশসহ ২২ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এর মধ্যে আশংকাজনক ৪ জন। রবিবার দুপুরে নির্বাচনী কর্মকর্তা ও মালামাল নিয়ে উপজেলার ফাইতং ইউনিয়নের যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের হারবাং এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

সূত্র জানায় , লামা উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও মালামাল বহনকারী গাড়িটি সহকারি রিটার্ণিং অফিসারের কার্যালয় থেকে ফাইতং পোলাউ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিল। গাড়িটি বেপরোয়া গতিতে এসে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকায় সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি বালি ভর্তি ট্রাকের পিছনে ধাক্কা দিলে গাড়ির সামনের অংশ ধুমড়ে মুছড়ে যায়।  এতে করে গাড়িতে থাকা পোলাউ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহনের জন্য নিয়োজিত ১ প্রিজাইডিং অফিসার, ৪ জন সহকারি প্রিজাইডিং অফিসার, ৮ জন পোলিং অফিসার, ৪ জন পুলিশ সদস্য এবং ১২ জন আনসার ভিডিপি সদস্যের প্রত্যেকে কম-বেশি আহত হয়। স্থাানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া ও লোহাগাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। লামা থানা উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাশ জানান, গাড়িতে থাকা ৪ পুলিশ সদস্যসহ সকলেই আহত হয়েছে। তার মধ্যে এএসআই মোঃ জসিম উদ্দিন ও কনষ্টেবল মহিউদ্দিন, প্রিজাইডিং অফিসার ও ৮জন আনসারসহ গুরুতর অবস্থায় ১২জনকে  আশংকা জনক অবস্থায় চমক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খবর পেয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, লামা থানা অফিসার ইনচার্জ আপ্পেলা রাজু নাহা, আজিজনগর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ঘটনাস্থাল পরির্শন করেন। এছাড়া লামা উপজেলা আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোস্তফা জামাল চকরিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতে যান এবং তাদের সু-চিকিৎসার ব্যবস্থায় সার্বিক সহায়তা করেন।

লামা উপজেলা নির্বাহী অফিসার নূর এ জান্নাত রূমি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরর্শন করি নির্বাচনের ব্যালট পেপারসহ সকল মালামাল অক্ষত এবং হেফাজতে আছে। আহতদের দেখতে হাসপাতালে গিয়ে খবরা খবরনেন এবং সু-চিকিৎসার ব্যবস্থায় করেন।

লামা উপজেলা নির্বাচনের সহকারি রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার নব বিন্দু নারায়ন চাকমা জানান, নির্বাচনের ব্যালট পেপারসহ সকল মালামাল ঠিক ও হেফাজতে আছে, এবং  তাৎক্ষনিক  পোলাউ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নতুন করে প্রিজাইডিং অফিসারসহ কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে  কেন্দ্রে পাঠানো হয়েছে।