image

পটিয়ায় আগুনে পুড়ে ১জনের মৃত্যু : ৩ বসত ঘর পুড়ে ছাই

image

পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ভয়াবহ অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে ছাই ও অগ্নিদ্বর্গ্ধ হয়ে এক যুবকের  মুত্যু হয়। নিহত সেই লাখেরা গ্রামের ৫নং ওয়ার্ডের অধীর রঞ্জন বড়ুয়ার ছেলে হিনু বড়ুয়া (২০)।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয় ও পটিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিটের  সহযোগিতায় দীর্ঘ দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় ৩টি বসত ঘর সম্প‚র্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং ঘুমন্ত অবস্থায় হিনু বড়ুয়া অগ্নিদ্বর্গ্ধ হয়ে মারা যায়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন কুমকুম বড়ুয়া, রতন বড়ুয়া, অধীর রঞ্জন বড়ুয়া।

অগ্নিদ্বর্গ্ধ লাশটি পটিয়া থানা পুলিশ উদ্ধার করে বুধবার ময়না তদন্তে’র জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানের ক্ষতিগ্রস্থ পরিবার গুলো খোলা আকাশের নিচে বসবাস করছে।

এ ব্যাপারে পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ সৌমেন বড়ুয়া জানান, গত মঙ্গলবার রাতে অগ্নিকান্ডের খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম দ্রæত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে এক যুবক অগ্নিদ্বর্গ্ধ হয়ে মারা যায়। অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে যাই। এতে আনুমানিক প্রায় ৭লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কিভাবে অগ্নিকান্ডের স‚ত্রপাত হয়েছে তা এখনো নিরুপন করা যায়নি।

পটিয়া থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন ফারুকী জানান, অগ্নিকান্ডে হিনু বড়ুয়া নামের এক যুবকের মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়। তিনি আরো বলেন অগ্নিকান্ডের ঘটনার দিন রাতে নিহতের বাড়িতে নিহত হিনু বড়ুয়া ছাড়া কোন লোকজন ছিল না। তাই মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।