image

টেকনাফে যৌথ অভিযানে তেতাল্লিশ হাজার ইয়াবা উদ্ধার : আটক-১

image

টেকনাফে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সমন্বয়ে পৃথক অভিযানে ৪৩হাজার ৮৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। যানবাহন ও বাড়ীতে তল্লাশী কালে নালায় পরিত্যাক্ত এসব ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় বলে জানায় কর্তৃপক্ষ।

সুত্রে জানায় সোমবার (১৩ মে) রাত ৯ থেকে সাড়ে ১১টা পর্যন্ত দমদমিয়া চেকপোষ্টের পশ্চিমে পাকা রাস্তার উপর বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সমন্বয়ে একটি যৌথ টিম যানবাহন তল্লাশী চালিয়ে কোমরে পেঁচানো অবস্থায় ৩ হাজার ৮শ’ ৮৫ পিস ইয়াবাসহ মোচনী রোহিঙ্গা শরণার্থী শিবিরের বি বøকের বসবাসকারী ইউছুফের স্ত্রী খালেদাকে (২০) আটক করে।

আটকৃত মহিলাকে আইনী কার্যক্রম গ্রহনের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ সার্কেলে সোপর্দ করা হয়েছে।

এদিকে একইদিন বিকাল ৪টায় টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া মৃত ছৈয়দ হোসেনের পুত্র মোঃ ইউনুছ আলী (৩০) এর বসত-বাড়িতে তল্লাশী করতে গেলে বাড়ির নালায় পরিত্যক্ত অবস্থায় ৪টি পুটলায় ৪০ হাজার পাওয়া যায়। এসময় বাড়ির মালিককে পাওয়া না গেলেও তার বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। টেকনাফ ২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেঃ ফয়সাল খান সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।