image

পটিয়ায় সরকারি স্কুলে ব্যক্তিগত প্রতিষ্ঠানের সাইনবোর্ড

image

পটিয়া পৌর সদরের ৭নং ওয়ার্ডের বাহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যক্তিগত একটি ট্রাস্টের সাইনবোর্ড টাঙানোর ঘটনায় ক্ষোভ বিরাজ করছে। গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এই ক্ষোভ দেখা দিয়েছে।

সোমবার পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহের বিল্লাহ বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন বেলালের ব্যক্তিগত প্রতিষ্ঠান জালাল মাবিয়া ট্রাস্টের নামে একটি সাইনবোর্ড সরকারি স্কুলে টাঙানো হয়। যেখানে স্কুলের নামের সঙ্গে ট্রাস্টের নাম লাগিয়ে দেওয়া হয়েছে। 

জানা গেছে, পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল উদ্দিন বেলালের ব্যক্তিগত প্রতিষ্ঠান জালাল মাবিয়া ট্রাস্টের নামসহ একটি সাইনবোর্ড টাঙানো হয়।

পৌরসভা যুবলীগ নেতা শহীদুল ইসলাম শুরুতে ফেইসবুকের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে সাইনবোর্ড অপসারণ করার দাবি জানান। ফেইসবুকে বেশ কিছু যুক্তিতর্কও পক্ষে-বিপক্ষে হয়েছে।

সাইনবোর্ড নিয়ে কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল ও যুবলীগ নেতা শহীদুল ইসলামের মধ্যে বিরোধ এখন প্রকাশ্যে রূপ নিয়েছে।

যুবলীগ নেতা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল ক্ষমতার অপব্যবহার করে সরকারি স্কুলে তার ব্যক্তিগত প্রতিষ্ঠানের সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। তবে কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল বলেছেন, কয়েকজন যুবক অভিযোগের নামে তাকে ব্যক্তিগত আক্রমন করছে। তারা ফেইসবুকে বিভিন্ন অপ্রচারও চালাচ্ছেন। সঠিক সময়ে তাদের সবকিছুর জবাব দেওয়া হবে। 

পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহের বিল্লাহ বলেন, সরকারি স্কুলে ব্যক্তি ট্রাস্টের নামে সাইনবোর্ড দেওয়ার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।