image

পেকুয়ায় ক্ষতিপূরণ না পেয়ে খোলা আকাশের নিচে ৪টি অসহায় পরিবার

image

কক্সবাজারের পেকুয়ায় গ্যাস সঞ্চালন লাইনের অধিগ্রহনকৃত জায়গায় বসতঘরের ক্ষতিপুরন না পাওয়ায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝির ঘোনা এলাকার অসহায় ৪টি দরিদ্র পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে।

 জানা যায়, গত চার মাস পূর্বে বসতঘর সরিয়ে ফেলেও আজ পর্যন্ত কোন প্রকার ক্ষতিপুরন না পাওয়ায় বুধামাঝির ঘোনার মৃত জেবর মুল্লুকের পুত্র লোকমানসহ তার ৪টি পরিবার খোলা আকাশের নিচে জীবন যাপন করছে। পলিথিনের বেড়া দিয়ে কোনমতে রাত কাটালেও গতকালের কালবৈশাখী ঝড় তা উড়িয়ে নিয়ে গেছে। যার ফলে বৃদ্ধ লোকমান হাকিমের ৪টি পরিবারে ৩০ জন সদস্য খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। যেখানে রয়েছে ছোট শিশুও মহিলা। খোলা আকাশের নিচে থাকায় ইতিমধ্যেই শিশুদের মাঝে বিভিন্ন অসুখ দেখা দিয়েছে।

ভুক্তভোগীরা জানান, এ ব্যাপারে কক্সবাজার এলএও অফিস কোন প্রকার কর্ণপাত করছে না। ফাইনাল সার্ভে রিপোর্ট চলে যাওয়ার পরও এলএও অফিস দেখেও যেনো না দেখার ভান করছে। ক্ষতিপুরন দিতে কালক্ষেপণ করে যাচ্ছে। এদিকে এই অসহায় ৪টি পরিবারের বসতবাড়ির ক্ষতিপুরনের টাকার উপর লোলুপ দৃষ্টি পড়েছে স্থানীয় একটি সিন্ডিকেটের।

অভিযোগ রয়েছে সিন্ডিকেটটি পেকুয়া থানা বারবাকিয়া ইউনিয়নসহ স্থানীয়ভাবে অসহায় পরিবারের বিরুদ্ধে বিভিন্ন সালিশ বিচার দিয়ে হয়রানি করে আসছেন প্রতিনিয়ত। বৃদ্ধ লোকমান হাকিম অভিযোগ করে বলেন, আমার বাপ দাদার একশত বছরের পুরোনো ঘর বাড়িতে আমরা থাকতাম তা গ্যাস লাইনে পড়েছে আমরা কিছু ক্ষতিপুরন পাচ্ছি তা থেকে ভাগ নিতে একই এলাকার ওসমান গনি, ইউসুফ ও সেকান্দর মিলে আমাদের কে হয়রানি করছে প্রতিনিয়ত। তারা অন্যায়ভাবে টাকা দাবী করছেন।

এছাড়া তিনি এব্যপারে কক্সবাজার এলএ অফিসের হস্তক্ষেপ কামনা করেন।