image

টেকনাফ রংঙ্গিখালীতে সাংবাদিকদের দোয়া ও ইফতার মাহফিল

image

বস্তু নিষ্ট সংবাদিকতা একটি মহৎগুন। এটি একটি তাকওয়া ভিক্তিক জীবন ব্যবস্থা। এব্যবস্থাকে কলংকিত করতে অসাংবাদিকতা নামের কলুসিত করছে একটি মহল। সুতরাং মহান এ পেশাকে ধারন করতে অবশ্ব্যই সৎ যোগ্য ও ক্ষুরদার লিখনীর কোন বিকল্প নেই। কোরআন এবং হাদিসের আলোকে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য মূলক আলোচনা করে বলেন , বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতা একটি কলমি জেহাদ । সাংবাদিকদের লিখনী একটি স্বাক্ষ্য স্বরুপ। মিথ্যা স্বাক্ষ্য যেমন কোরআন ও হাদিসের ধারা সমর্থিত নই। তেমনি সাংবাদিকদের লিখনিতে মিথ্যা তথ্য থাকলে আল্লাহর দরবারে জবাব দিহী করতে হবে। এবং মিথ্যার আশ্রয় ও অপসাংবাদিকতার জন্য পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে সংশ্লিষ্টদের। এজন্য সকলকে মিথ্যা, তথ্য পরিহার করে সৎ, তথ্য বহুল সাংবাদিকতায় দেশও জাতীর কল্যানে এগিয়ে আসতে হবে।

৩১মে, রংগিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদরাসা মিলনায়তনে দৈনিক কক্সবাজার-৭১, সিটিজি পোষ্ট ডটকমে ও জাতীয় দৈনিক সন্ধ্যা বাণীর টেকনাফ প্রতিনিধি নাসির উদ্দিন রাজের সভাপতিত্বে, টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সাংগঠনিক সম্পাকদ আবছার মাহমুদের সঞ্চালনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অথিতির বক্তব্যে টেকনাফ প্রেস ক্লাবের সাবেক উপদেষ্টা ও দৈনিক কক্সবাজার ৭১ এর বিশেষ প্রতিবেদক মো. আশেক উল্লাহ ফারুকী উপরোক্ত কথা গুলো বলেন।

এতে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি, দৈনিক মানবজমিন টেকনাফ প্রতিনিধি আমান উল্লাহ কবির, টেকনাফ সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক, দৈনিক সাগর দেশ পত্রিকার হোয়াইক্যং প্রতিনিধি জিয়াউল হক জিয়া। প্রধান বক্তা ছিলেন, দৈনিক আমাদের কক্সবাজার টেকনাফ প্রতিনিধি, টেকনাফ সাংবাদিক ফোরামের আহবায়ক মুহাম্মদ জুবাইর।

বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সদস্য জাফর আলম, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরু, কক্সবাজার বার এসোসিয়েশন এর সাবেক সদস্য এ্যডভোকেট রফিকুল আলম চৌধুরী, হোয়াইক্যং ইউনিয়ণ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফরিদুল আলম, দৈনিক গণসংযোগ পত্রিকার টেকনাফ প্রতিনিধি আরফাত সানী প্রমুখ।

অনূষ্ঠানে স্থানীয় গন্যবামন্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।