image

চন্দনাইশে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত  অটোরিকশার মুখোমুখি সংঘর্ষঃ নিহত ১, আহত ৪

image

চন্দনাইশে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ মে)
সকাল ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এদূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পথচারী বলে জানা গেছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন- চকরিয়া টইটংগিরী এলাকার সাকিব (৩৫), খরনা এলাকার মোঃ রেজভী (৩২), মোহাম্মদপুর এলাকার নুরজাহান (৩২), অলিহাট এলাকার নুরুল ইসলাম (৫০)। তন্মধ্যে গুরুতর আহত সাকিব বিজিসি ট্রাস্ট হসপিটালের ২নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর আনুমানিক ৭টায় কক্সবাজারমুখী যাত্রীবাহী হানিফ বাস এবং বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত
অটোরিকশা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই  এক পথচারী নিহত হয় এবং সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী  আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইজাজুর রহমান প্রাথমিক চিকিৎসা দিয়ে চালকসহ ২ যাত্রীকে ছেড়ে দিলেও চোখ সহ শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত সাকিব ২নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছেন জরুরী বিভাগের নার্স নির্মল পাল। এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে দোহাজারী হাইওয়ে থানার এএসআই মহরম জানান, "দূর্ঘটনার পর হানিফ (চট্টমেট্টো- ব ১১-১২২৫)
বাস ও দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

বাসের চালক-হেলপার পালিয়ে গেছে।"