image

পটিয়ায় সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শামসুল আলমের স্মরণ সভা

image

চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন হাইদ গাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল আলমের স্মরণ সভা ও দোয়া মাহফিল স্থানীয় নজু মিয়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

৬জুন শনিবার বিকালে সাবেক শিক্ষক ও রাজনীতিবিদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল করিম, চট্টগ্রাম সরকারী মহিলা কলেজের অর্থনীতির অধ্যাপক মোঃ একরামুল হক, হাইদ গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিতেন কান্তি গুহ, সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বার শহিদুল ইসলাম জুলু।

নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত স্মরণসভা ও দোয়ামাহফিলে স্বাগত বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই বদরুল হুদা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ইসহাক মেম্বার, আওয়ামীলীগ নেতা বিএম জসিম, স্থানীয় ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের জহির আহম্মদ, গাউসিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের মাহমুদুল হক বাচ্চু, আবু ছিদ্দিক সওদাগর, সাবেক শিক্ষক নাসির উদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার সিরাজুল ইসলাম, গাউছিয়া মাদ্রাসার সহ-সুপার মৌলানা জাফর আহম্মদ ।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা শরাফত আলী, হাফেজ আহম্মদ, কাদেরিয়া জামে মসজিদের সেক্রেটারী মোঃ ইদ্রিছ সওদাগর, নুর গণি সওদাগর, মাস্টার মাহমুদুল হক, শামসুল হুদা ইকবাল, রফিক আহমদ, মফিজুর রহমান, আলী আকবর প্রমুখ।

এতে বক্তারা বলেন, মরহুম শামসুল আলম মুক্তিযুদ্ধে অংশ নিয়ে যেমন দেশ গঠনে ভূমিকা রেখেছিলেন তেমনি সমাজ উন্নয়নে অংশ নিয়ে মানুষের হৃদয়ের চিরস্থায়ী আসন গড়তে সক্ষম হয়েছিলেন। তার স্বদেশ প্রেম ও এলাকাপ্রীতির কারণে আজীবন মানুষ তাকে স্মরণ রাখবে।

নতুন প্রজন্মকে এ ধরণের মানবিক মানুষের চরিত্র অনুসরণে বক্তারা উদাত্ত আহবান জানান।

পরিশেষে হাফেজ আজমল হোসেনর পরিচালনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।