image

রাঙ্গুনিয়ায় অভিযানে অটোরিক্সা চালককে জরিমানা, বালু তোলার খননযন্ত্র নষ্ট

image

রাঙ্গুনিয়ায় যানবাহনে অতিরিক্ত ভাড়া নেয়ার দায়ে দুই সিএনজি চালিত অটোরিক্সা চালককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া পৃথক অভিযানে নদী থেকে অবৈধ বালু তোলার দায়ে বালু তোলার খননযন্ত্র ও সরঞ্জামাদি নষ্ট করে দেয়া হয়।

শুক্রবার (৭ জুন) দক্ষিণ রাজা নগর ইউনিয়নের রাজার হাট ও রাজা নগর ইউনিয়নের রানীর হাটে সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযান চালান নির্বাহী হাকিম ও সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা। 

নির্বাহী হাকিম পূর্বিতা চাকমা বলেন, “ ইছামতি নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে অভিযান চালিয়ে বালু তোলার খননযন্ত্র পুড়িয়ে দেয়া হয়। এছাড়া যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে রাণীর হাটে অভিযান চালিয়ে দুই অটোরিক্সা চালককে জরিমানা করা হয়। যানবাহনে অতিরিক্ত ভাড়া নেয়া বন্ধে পর্যায়ক্রমে সপ্তাহব্যাপী পুরো রাঙ্গুনিয়ার বিভিন্ন সড়কে অভিযান চালানো হবে।