image

লোহাগাড়ায় কিশোরীকে অপহরণের অভিযোগ

image

লোহাগাড়ায় সদ্য এস এস সি পাশ করা এক কিশোরী স্কুল থেকে পরীক্ষার মার্কশীট আনতে যাওয়ার পথে অহরণের অভিযোগ পাওয়া গেছে।  কিশোরীর নাম জয়নাব বেগম(১৬)। সে পুটিবিলা পহরচান্দা গ্রামের মাদারকাটার জোর এলাকার সাবের আহমদের কন্যা। সে পুটিবিলা গৌড়স্থান উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পাশ করেছে। অপহরনকারীর নাম মোহাম্মদ মিনহাজ(২০)। সে পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়াপাড়ার মৃত আমির হামজার সন্তান। এ ব্যাপারে ১২ জুন বুধবার লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অপহরণকারীর চাচা ছানোয়ার আলম।
জানা গেছে, জয়নাব বেগম তার এসএসসি পাসের মার্কশীট নেবার জন্য গত মঙ্গলবার সকাল ১০ টায় স্কুলে যাবার উদ্দ্যেশ্যে বাড়ী হতে বের হয়। স্কুল হতে তাদের বাড়ীর দূরত্ব বেশী হওয়ায় যেতে আসতে সন্ধ্যা হয়ে যায়। তার পরিবারের সদস্যরা ওইদিন সন্ধ্যায় তাদের মেয়ে বাড়ী না পৌছায় খোঁজাখুঁজি করতে থাকেন। পরে রাত ১০ টায় মোহাম্মদ মিনহাজ(২০) নামে এক যুবক মোবাইল থেকে জয়নাব বেগমের পিতা ছাবের আহমদের মোবাইলে ফোন করে জানায় যে, সে তার মেয়েকে তুলে নিয়ে গেছে । সে এও জানিয়ে হুমকি দেয় যে, থানা বা অন্য কোথাও অভিযোগ করা হলে জয়নাবকে মেরে ফেলা হবে। এদিকে ছাবের আহমদ মোবাইলকারীকে তার মেয়ের সাথে কথা বলার জন্য বারবার অনুরোধ করলেও কোনরকম সুযোগ না দিয়ে মোবাইলের লাইন কেটে দেওয়া হয়। অভিযোগকারী জয়নাবের চাচা বলেন, মিনহাজ প্রায়ই তাদের মেয়েকে স্কুলে যাবার পথে বিভিন্নভাবে হয়রানি করত। বিষয়টি তাদের মেয়ে জয়নাব বেগম প্রায়ই তাদের জানাত। কিন্তু তারা বিষয়টি তেমন গুরুত্ব দেয়নি। বর্তমানে তাদের পুরো পরিবার মেয়েকে নিয়ে চরম উৎকন্ঠায় রয়েছে। এব্যাপারে লোহাগাড়া থানার ডিউটি অফিসার আব্দুল হালিমের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে অভিযোগ করতে এসেছিল ঠিক কিন্তু অভিযোগ নথিভুক্ত করা হয়নি। ওসি স্যারের পরামর্শে তাদেরকে সাধারন ডায়েরী করার করার জন্য বলা হয়েছে।