image

রায়হানকে সভাপতি, রাসেলকে সম্পাদক করে বাঁশখালী শেখ রাসেল স্মৃতি সংসদের কমিটি গঠন

image

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের  ৮১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি আরিফুল ইসলাম রাজ ও সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ্ সানির যৌথ স্বাক্ষরে ১৮ জুন মঙ্গলবার এ কমিটির অনুমোদন দেন।

কমিটির সদস্যরা হলেন- সভাপতি মোঃ রায়হান (ছনুয়া), সহ-সভাপতি জাহাঙ্গির আলম তুষার (পুইছড়ি), সহ-সভাপতি সনেট দাশ (পৌরসভা), সহ-সভাপতি আলী হোসেন (সরল), সহ-সভাপতি মুজিবুর রহমান মাহের (পৌরসভা), সহ-সভাপতি মোঃ ওয়াসিম (পৌরসভা), সহ-সভাপতি মোঃ রিদুয়ান (পুইছড়ি), সহ-সভাপতি মামুনর রশিদ মামুন (শীলকুপ), সহ-সভাপতি দিপংকর দাশ (শীলকুপ), সহ-সভাপতি রিয়াদুল ইসলাম রিয়াদ (গন্ডামারা), সহ-সভাপতি মোঃ আকতার (পুইছড়ি), সহ-সভাপতি সালাহ্ উদ্দিন কাদের চৌধুরী রিকু (খানখানাবাদ), সহ-সভাপতি শহিদুল ইসলাম (পুকুরিয়া), সহ-সভাপতি জয়নাল আবেদিন মানিক (ছনুয়া), সহ-সভাপতি রকিবুল ইসলাম মুবিন (শিলকুপ), সহ-সভাপতি হেফাজুল ইসলাম (পুইছড়ি), সহ-সভাপতি মুরাদুল ইসলাম (বৈলছড়ি), সহ-সভাপতি মোঃ রেজাউল হক (বাহারছড়া), সহ-সভাপতি মিজানুর রহমান (চাম্বল)।

সাধারণ সম্পাদক রাসেল ইকবাল (শিলকুপ), যুগ্ম-সাধারণ সম্পাদক মীর ইকবাল তালুকদার (পুইছড়ি), যুগ্ম-সাধারণ সম্পাদক আনছার সিকদার (ছনুয়া), যুগ্ম-সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম (শিলকুপ), যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সানি (পৌরসভা), যুগ্ম-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রিসাত (খানখানাবাদ), যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন তালুকদার (পুকুরিয়া), যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিনার (খানখানাবাদ)।

সাংগঠনিক সম্পাদক ইনজামামুল হক (শিলকুপ), সাংগঠনিক সম্পাদক মেহেরাজ মিয়া (কালীপুর), সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক মাহাবুব ইফতি (বৈলছড়ি), সাংগঠনিক সম্পাদক করিম উদ্দিন (গন্ডামারা), সাংগঠনিক সম্পাদক মোঃ আসিফ (সরল), সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শাকিল (খানখানাবাদ), সাংগঠনিক সম্পাদক চন্দন দেব (বৈলছড়ী), প্রচার সম্পাদক রাশেদ ইকবাল মিয়া (চাম্বল), উপ-প্রচার সম্পাদক তৌহিদুল আলম হৃদয় (বৈলছড়ি), দপ্তর সম্পাদক ইয়াসিন ফরহাদ সিজার (পুইছড়ি), উপ- দপ্তর সম্পাদক আনছার তালুকদার চঞ্চল (কাথরিয়া), গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন (শিলকুপ), উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক  শহিদুল ইসলাম (শেখেরখীল), শিক্ষা ও পাঠচক্র সম্পাদক শাহেনুল ইসলাম বাহাদুর (সরল),  উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক দেলোয়ার হোসেন মানিক (ছনুয়া), সাংস্কৃতিক সম্পাদক আরাফাত হোসেন (গন্ডামারা), উপ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ হেফাজ (ছনুয়া), সমাজসেবা সম্পাদক এম এ মালেক মুন্না পৌরসভা, উপ-সমাজসেবা সম্পাদক স্বপন চৌধুরী (চাম্বল), ক্রীড়া সম্পাদক মানিকুর রহমান বাচ্চু (ছনুয়া), উপ-ক্রীড়া সম্পাদক মোঃ জাহেদ (চাম্বল), পাঠাগার সম্পাদক রুবেল দাশ (পৌরসভা), উপ-পাঠাগার সম্পাদক রাকিবুল ইসলাম ইমন (গন্ডামারা), তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ রাকিব উদ্দিন (বৈলছড়ি), উপ-তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ মাসুদ (কালীপুর), আপ্যায়ন সম্পাদক ওয়াহিদ উল্লাহ্ (গন্ডামারা), উপ-আপ্যায়ন সম্পাদক মিনহাজ উদ্দিন (পৌরসভা), আইন সম্পাদক শফিকুর রহমান জুনাইদ (পুইছড়ি), উপ-আইন সম্পাদক মোঃ দেলাওয়ার (বৈলছড়ি), অর্থ সম্পাদক মুশফিকুর রহিম (শেখেরখীল), উপ-অর্থ সম্পাদক মোঃ শাহ্ জাহান (পৌরসভা), পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল আলম (সরল), উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ খোকন (বৈলছড়ি), ধর্মবিষয়ক সম্পাদক মোঃ সাইফুল (সরল), উপ-ধর্ম বিষয়ক সম্পাদক রিটুল বড়ুয়া (শিলকুপ), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ মুন্না (গন্ডামারা), উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ মনজুর (ছনুয়া), ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক বিজয় দত্ত (পৌরসভা), উপ-ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ এমরান (ছনুয়া), স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম (বাহারছড়া), উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মুস্তাকিম হায়দার আরজু (বৈলছড়ী), সহ-সম্পাদক মহি উদ্দিন তালুকদার (চাম্বল), সহ-সম্পাদক শরিফুল ইসলাম (পুইছড়ি), সহ-সম্পাদক মোঃ হাবীব উল্লাহ (শীলকুপ), সহ-সম্পাদক মোঃ ইদ্রিস (বৈলছড়ি), সহ-সম্পাদক মোঃ আরমান (বৈলছড়ি), সহ-সম্পাদক শহিদুল ইসলাম রানা (খানখানাবাদ), সদস্য এরশাদ, মোঃ আব্দুল্লাহ, মোঃ রোকন, শাহাদাত হোসেন মিন্টু, আব্দুচ ছালাম, শিবু দেব, ইব্রাহীম।