image

আনোয়ারায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

image

চট্টগ্রামের আনোয়ারায় তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বুধবার  দুপুরে উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার (এনডিসি) সুরাইয়া বেগম। বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনারের গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ পরিচালক ড. মো. আবদুল হাকিম, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

তথ্য কমিশনার (এনডিসি) সুরাইয়া বেগম বলেন,  প্রতিটি নাগরিকের তথ্য অধিকার আইন সম্পর্কে জানাতে হবে। দেশে ১১০০ আইনের মধ্যে মানুষ শুধু মাত্র তথ্য অধিকার আইনের প্রয়োগ করে। তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ দেশ বিশ্বে সুনাম অর্জন করেছে। তবে এ আইনের যেন অপব্যাবহার না হয় সে দিকে লক্ষ রাখতে হবে।

অনুষ্ঠানে উপজেলা সরকারি দপ্তর গুলোর সকল কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জন প্রতিনিধি, সাংবাদিক ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।