image

বাহ !

image

প্রেক্ষিত বরগুনার হত্যাকান্ড

মেয়েটাকে "বাজে" বানানোর চেষ্টা শুরু হয়ে গেছে। তাতে যোগ দিয়েছেন অনেকেই। খুনটা যদি মেয়েটার চেষ্টায়ও হয়, তাতে অপরাধের মাত্রায় কি কোন হেরফের হবে?

বরং, এখন মেয়েটাকে নিয়ে নানা প্রচার করে খুনীদের প্রতি অনুকম্পা বাড়ানোর বা তাদের কাজের প্রতি ঘৃণা কমানোর চেষ্টা করছে কোন কোন মহল। হুজুগে বাঙালি, যাদের আবার অল্পতে তুষ্ট, বিভ্রান্ত আর বিশ্বাসী হবার স্বভাব, এ নিয়ে ব্যাপক দৌঁড়াতে শুরু করেছে।

আফসোস, আমাদের মন্ত্রীরাও কৌশলে কি মনের অজান্তে এমন লিখে ফেলেন, যাতে আবার মানুষের বিভ্রান্তি বাড়ে। তানোরে, ছাত্রলীগ কর্মী খুনের ঘটনাও নিন্দনীয়। সে ঘটনাকে বরগুনার ঘটনার সাথে সংযুক্ত করতে পারতেন আমাদের প্রতিমন্ত্রী মহোদয়। বদলে, করেছেন তুলনা। মন্ত্রী এমনভাবে বললেন, যেনো জনগণ এতো শক্তিশালী যে, সরকার অসহায়।

বরগুনায় খুনের শিকার ছেলেটাও হাত্রলীগের হতে পারে। ছাত্রলীগ হলেই যে খুন হতে হবে বা পারবে না, তাতো নয়। আবার, যে কেউ খুন হবে কেনো? খুনের শিকারের পরিচয় মানুষ না হয়ে ছাত্রলীগ হবে কেনো? তানোরের ছাত্রলীগের ছেলেটার বিক্রেতার পরিচয় তুলে ধরে অন্যদের কি পরিচয় দিতে চাইলেন মন্ত্রী?

এখানে যে একটা ছবি দিলাম, সেটি সত্য কি মিথ্যা যাচাইয়ের প্রয়োজন আমার নেই। সত্য হলেও আমার কিছু যায় আসে না। মেয়েটাকে দ্বিচারী ভেবে যারা যৌনসুখ অর্জন করতে চান করুন। আমার চাওয়া, ছেলেটাকে খুন করা হয়েছে, সে খুনের বিচার হোক। খুনের সাজা খুন হোক। রাষ্ট্র সেটা তামিল করুক।

সব খুনের। 
তা তানোরের কি বরগুনার। 
পাহাড়ের কি সমতলের।

লেখক : উপদেষ্টা সম্পাদক, সিটিজি সংবাদ.কম।