image

চন্দনাইশে ত্রাণবাহী কাভার্ডভ্যান মহাসড়ক থেকে উল্টে খাদে 

image

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় সাঙ্গু সেতু এলাকায় ত্রাণবাহী একটি কাভার্ডভ্যান উল্টে গিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিম পার্শ্বের খাদে পড়ে যায়।

এঘটনায় চালক ও তার সহকারী মৃদু আহত হয়েছে বলে জানা গেছে।  সোমবার (৮ জুলাই) সকালে এ দূর্ঘটনা ঘটে।

কাভার্ডভ্যান চালকের সহকারী মিজান জানায়, রবিবার (৭ জুলাই) রাতে চট্টগ্রামের একটি গুদাম থেকে ১৪'শ কার্টুন সুজি বোঝাই করে কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে সকালে দোহাজারী সাঙ্গু সেতুর উত্তর প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায় কাভার্ডভ্যানটি। বৃষ্টির কারনে মহাসড়ক পিচ্ছিল থাকায় এ দূর্ঘটনা ঘটে বলে জানান তিনি। 

দূর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানে থাকা ত্রাণের প্যাকেটগুলো স্থানীয় শ্রমিক দিয়ে অন্য একটি কাভার্ডভ্যানে স্থানান্তর করা হচ্ছে।

এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।