image

পটিয়া শ্রীমাই খালের পানির ঢলে ৮ ঘর বিলীন

image

চট্টগ্রামের পটিয়া উপজেলার শ্রীমাই খালের পানির  ঢলে ৮ ঘর বিলীন হয়ে গেছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার কচুয়াই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পারিগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।

অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে নেপাল সূত্রধর, অমূল্য সূত্রধর, মিলন সূত্রধর, সুমন সূত্রধর, ভুলু সূত্রধর, দীপক সূত্রধর, সিপক সূত্রধর ও দুলাল সূত্রধরের ঘর কম বেশি বিলীন হয়েছে। মাটির এসব বসত ঘর ভেঙে অনন্ত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জানা গেছে, টানা তিন দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের পানি শ্রীমাই খাল হয়ে নামতে থাকে। পাহাড়ি ঢলের পানিতে উপজেলার কচুয়াই, ছনহরা ও ভাটিখাইন এলাকায় বেড়িবাঁধ ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে।

পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন এবং ত্রান সামগ্রী বিতরণ করেছেন।

কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম, ইনজামুল হক জসিম জানিয়েছেন, টানা বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলের পানিতে ৭নং ওয়ার্ডের পারিগ্রাম এলাকার সূত্রধরপাড়ার ৮টি বসতঘর কম বেশি খালে বিলীন হয়। ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর জন্য তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান।