image

চুয়েটের যানবাহন শাখায় ‘মাতামুহুরী’ নামে আরেকটি বাসের সংযোজন

image

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যানবাহন শাখায় ‘মাতামুহুরী’ নামে নতুন আরো একটি বড় বাস যুক্ত হয়েছে। প্রায় ৬২ লাখ (৬১ লক্ষ ৯০ হাজার) টাকা ব্যয়ে কেনা এই বাসের আসন সংখ্যা ৫২।

২৫ জুলাই (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে নতুন বাসটির উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এ সময় স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আবদুর রহমান ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, যানবাহন রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী আফজালুর রহমানসহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।