image

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে হেল্প সেন্টার চালু  বিএনপির

image

প্রতিনিয়ত বাড়তে থাকা ডেঙ্গু রোগীদের পাশে থেকে বিভিন্ন পরামর্শ ও চিকিৎসা সেবা দেয়ার লক্ষে চট্টগ্রামে হেল্প সেন্টার চালু করেছে মহানগর বিএনপি। 

ডক্টরস এ্যসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় ৫ আগস্ট সোমবার কাজীর দেউড়িস্থ নাসিমন ভবন কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ হেল্প ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়।

ডেঙ্গু রোগীদের সহায়তায় স্থাপিত এ সেবা কেন্দ্রকে ডেঙ্গু হেলথ কেয়ার নামে অভিহিত করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

হেলথ কেয়ারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর বিএনপি সভাপতি ডা: শাহাদাত হোসেন, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শাকিরুর রশিদ, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) এর চট্টগ্রাম মেডিকেল কলেজের সভাপতি প্রফেসর ডা: জসিম উদ্দিন, ড্যাব এর চট্টগ্রাম জেলার সভাপতি প্রফেসর ডা: তমিজ উদ্দিন আহমেদ. ডা: বেলায়েত হোসেন খালিদ প্রমুখ উপস্থিত ছিলেন।