image

অস্ত্রজমা-গ্রেপ্তার-রিমান্ড সব সইছেন আওয়ামীলীগ নেতা মাসুম

image

অস্ত্র জমাদানে শেষে ঢাকায় গ্রেপ্তার হওয়া বহুল আলোচিত চট্টগ্রাম নগরীর লালখান বাজার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 

ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলায় মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাসুমকে সোমবার (৫ আগষ্ট) দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মো. নোমান আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়।

অপর দিকে শাররীক অসুস্থতার কথা বলে মাসুমের আইনজীবিরা তার জামিনের আবেদন করে।  

আদালত উভয়ের বক্তব্য শুনে জামিনের আবেদন না মঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, যেহেতু মাসুমের আইনজীবিরা তার অসুস্থ্যতার বিষয়টি আদালতকে জানান সেহেতু আদালত স্বাস্থ্য পরীক্ষার পর তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন। আদালত থেকে মাসুমকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য গতকাল রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রামের একটি টিম রাজধানী বনানী এলাকা থেকে এক সময়ের চট্টগ্রামের এই দুর্ধষ সন্ত্রাসীকে গ্রেফতার করে আজ সকালে চট্টগ্রামে নিয়ে আসে।