image

সীতাকুন্ডে গৃহবধুর লাশ উদ্ধার

image

সীতাকুন্ডে ভাড়া বাসা থেকে চন্দনা রানী সরকার (২৫) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ আগষ্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার বার আউলিয়া বত্তারপাড় এলাকায় বত্তার বাড়ির এ ঘটনা ঘটেছে। 

স্বামী শ্রী জয় কুমার সরকার এর সাথে স্থানীয় আবুল কাসেমের ভাড়া বাসার দ্বিতীয় তলায় থাকতো এ গৃহবধু। স্বামী শ্রী জয় কুমার সরকার বার আউলিয়া এলাকায় আরএফএল এর একটি গোডাউনে টেকনিশিয়ান হিসেবে কর্মরত আছে।

চন্দনার স্বামী বলেন, স্বামী অফিসের উদ্দ্যেশে ঘর থেকে বের হয়ে যাই। দুপুর ১১টায় ফোন করে তাকে ভাত খেতে আসতে বলে চন্দনা। জয় কুমার দুপুর দেড়টার সময় ঘরে এসে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। এসময় ধাক্কা দিয়ে দরজা খুলে দেখতে পায় তার স্ত্রী সিলিং ফ্যানের সাথে উড়না পেঁছিয়ে ঝুলে আছে। জীবিত আছে ভেবে সে দেহটি মাটিতে নামিয়ে আনে। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিনকে জানালে তিনি পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই জুলফিকার হোসেন ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। পুলিশ জিগ্যেসা বাদের জন্য জয় কুমারকে আটক করেছে।

পুলিশ বাসার খাঁটের ওপর থেকে চন্দনার লেখা একটি চিরকুটটি পেয়েছে। এতে চন্দনার তার আত্মহত্যার কথা জানায়।
সীতাকুণ্ড মডেল থানার এসআই জুলফিকার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, লাশের সাথে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মহিলার স্বামী জয় কুমার সরকারকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

জানা গেছে, এই দম্পতি গত শনিবার (৩আগষ্ট) উক্ত এলাকায় ভাড়া বাসায় উঠে। তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার শেরপুর থানার চকখানপুর গ্রামে।