image

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ডেঙ্গু বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার 

image

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অব্ ট্রপিক্যাল মেডিসিন (বিএএটিএম), বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন (বিএসএম), চট্টগ্রাম শাখার যৌথ উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউ কনফারেন্স হল-এ ডেঙ্গু বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার এর আয়োজন করা হয়।

৭ আগষ্ট বুধবার এ সেমিনার অনুষ্ঠিত সেমিনারে বিএএটিএম ও বিএসএম, চট্টগ্রাম শাখার সদস্যগণ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, চট্টগ্রামের বিভিন্ন এলাকার জেনারেল প্রাকটিশনারবৃন্দ ও বেসরকারী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকবৃন্দ অংশগ্রহন করেন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন (বিএসএম), চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক অশোক কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, চট্টগ্রাম শাখা এর সভাপতি অধ্যাপক ডাঃ মুজিবল হক খান, এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমদ।

সেমিনারে ডেঙ্গুর বর্তমান অবস্থা ও চিকিৎসার প্রেক্ষাপট নিয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ কাজী মোঃ আবরার হাসান, মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ শেখ খাইরুল কবির ও ডাঃ মোঃ হাবিবুর রহমান। 

সেমিনারে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও কিডনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক প্রদীপ কুমার দত্ত, বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর ডাইরেক্টর ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন (বিএসএম), চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক এম. এ. হাসান চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক সুযত পাল, অধ্যাপক অনুপম বড়–য়া, শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক রাশেদা সামাদ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার ও ট্রপিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ হাসিনা নাছরিন ও ডাঃ ওহিদুল আলম। 

সেমিনারে ধন্যবাদ জ্ঞাপন করেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অব্ ট্রপিক্যাল মেডিসিন (বিএএটিএম) এর সাধারণ সম্পাদক ডাঃ অনিরূদ্ধ ঘোষ, সেমিনারটি সঞ্চালনে ছিলেন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আবদুল্লাহ আবু সাঈদ।