image

দোহাজারী পৌরসভায় পাঠা ছাগলের হাট ইজারা

image

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় প্রথমবারের মতো উন্মুক্ত নিলামে ইজারা দেয়া হলো পাঠা ছাগলের হাট।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে দোহাজারী পৌরসভা কার্যালয়ে এই নিলাম অনুষ্ঠিত হয়।

১০ হাজার টাকা করে জামানত দিয়ে ৫ জন ব্যবসায়ী নিলামে অংশ নেয়। এদের মধ্যে ১ লাখ ৩৫ হাজার টাকা সর্বোচ্চ দর দিয়ে মনসা পূজা পর্যন্ত উক্ত পাঠা ছাগলের বাজারের ইজারা পায় গিয়াস উদ্দীন জিকু।

এছাড়া একইদিন টেন্ডারের মাধ্যমে দোহাজারী পৌরসভাধীন দোহাজারী ও দেওয়ানহাট বাজারে কোরবান উপলক্ষে গরু-ছাগলের বাজারও নিলাম হয়। নিলামে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকায় দোহাজারী পৌরসভার গরু-ছাগলের বাজারের ইজারা পান মোঃ দেলোয়ার হোসেন ও ১ লাখ ২৬ হাজা ১ শত টাকায় দেওয়ানহাট গরু-ছাগলের বাজার ইজারা পান ফহর উদ্দীন। 

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও দোহাজারী পৌরসভার প্রশাসক আ.ন.ম. বদরুদ্দোজার উপস্থিতিতে এ উন্মুক্ত নিলাম ও টেন্ডার প্রক্রিয়া সম্পাদন হয়। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার  ও দোহাজারী পৌরসভার প্রশাসক বলেন, "এই টাকাগুলো সরকারের রাজস্ব তহবিলে যোগ হবে এবং আপনাদের এলাকার উন্নয়নে ব্যয় করা হবে।"