image

বঙ্গবন্ধুর খুনীদের স্বজনরা যাতে রাষ্ট্রীয় সুবিধা না পায় খেয়াল রাখতে হবে : জাতীয় শোক দিবসে দেবাশীষ পাল দেবু

image

১৫ আগষ্ট বাঙালির জাতির জন্য কলংকময় দিন। কিছু ক্ষমতালোভী নরকীটদের হাতে নিহত হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলার আপামোর জনতার প্রাণ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি, কারণ তারা জানতো না মুজিবকে হত্যা করে নিশ্চিন্ন করা যাবে না। তিনি মিশে আছেন বাঙালির ভাষা, পতাকা ও এই বদ্বীপের ভুখন্ডে যা কোনদিন মুছে যাবেনা বলে মন্তব্য করেছেন সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য দেবাশীষ পাল দেবু। 

১৫ আগস্ট বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরীর আওতাধীন বন্দর থানা যুবলীগের আয়োজনে জাতীয় শোক দিবস ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কর্মীরা জাতির জনকের হত্যার বিচারের দাবিতে রাজপথে সোচ্চার ছিলো থাকবে। যেসব খুনীরা এখনো দেশের বাইরে অবস্থান করছে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক। সেই সাথে বঙ্গবন্ধুর খুনীদের স্বজনরা যাতে রাষ্ট্রীয় সুবিধা না পায় খেয়াল রাখতে হবে। সেই সাথে দলে নতুন করে খন্দকার মোশতাকদের অনুসারীদের যোগদান বন্ধ করতে হবে । যেখানে এই মোশতাকদের অনুসারীরা দৃষ্টতা দেখাবে যুবলীগ সেখানেই প্রতিহত করবে।

এসময় উপস্থিত ছিলেন জাকের আহম্মেদ খোকন, নায়েবুল ইসলাম ফটিক, আশিষ কান্তি মুহুরী, জামিল আহম্মেদ মিলন, মোঃ মিন্টু, মোঃ শফিক, মোঃ ইকবাল হোসাইন ,মোঃ লোকমান, আামির হোসেন, মোঃ সালাউদ্দিন, সোহেল রানা, অর্জুন,মোঃ দিদারুল আলম, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ সাজিবুল ইসলাম সজিব, যুবায়ের হোসেন অভি, মোঃ হানিফ, মোঃ শাওন সরকার, মোঃ রমজান আলী, আবু নাসের জুয়েল, মাহামুদুর রহমান বাপ্পী, মোঃ সোহেল, মোঃ মির্জা স্বপন, আব্দুস সালাম, মোঃ মাছুম, কৌশিক রায়, মিনহাজ রহমান বাবু প্রমুখ।

সভা শেষে শোক রালি বের করা হয়।