image

আনোয়ারায় বিদ্যুতের টাওয়ারের উঠে মায়ের খুনির শাস্তির দাবী

image

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মো. নাছির নামে এক পাগল বিদ্যুতের টাওয়ারের ওপর উঠে চিৎকার করে কান্নাকাটি করছে আর বলছে ‘ওরা আমার মাকে গলাটিপে মেরে ফেলেছে।’ রবিবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় তাকে দেখার জন্য টাওয়ারের নিচে ভিড় করছে উৎসুক জনতা। তাকে বিদ্যুতের টাওয়ার থেকে নামাতে বহু চেষ্টা করেও ব্যর্থ হয় স্থানীয়রা। এক পর্যায়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে নানা কৌশলে ওই পাগলকে বিদ্যুতের টাওয়ার থেকে নামিয়ে আনেন। এরপর তাকে অজ্ঞান অবস্থায় আনোয়ারা হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে তার জ্ঞান ফিরে। 

মানসিক রোগী মো. নাছির (২৫) নোয়াখালীর সেনবাগ উপজেলার মো. সিরাজ বাবুর্চির ছেলে। সে চট্টগ্রামের বাকলিয়ার বউ বাজার এলাকায় মেহমান কলোনিতে থাকে। 

জ্ঞান ফেরার পর মো. নাছির জানায়, ছোটবেলায় জিন তার মাকে মেরে ফেলে। সেই থেকে জিনই তাকে টাওয়ারের ওপর তুলে। অনেক সময় তার শরীরেও আঘাত করে জিন। এই টাওয়ার ছাড়াও তিনি চট্টগ্রামের বায়েজিদ, রাউজান, চন্দনাইশসহ বিভিন্ন স্থানে বিদ্যুতের টাওয়ারে উঠেছে বলে জানায় নাছির।

আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. তারেক জানান, রবিবার দুপুরে খবর পেয়ে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্জক এলাকায় ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে জাতীয় গ্রিডের প্রায় ২০০ ফুট উচ্চতার একটি বৈদ্যুতিক টাওয়ারের ওপর বসে বিলাপ করছে ওই লোকটি। পরে তার সঙ্গে কথা বলে বিভিন্ন কৌশলে তাকে টাওয়ার থেকে নামিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়।