image

দোহাজারী পৌরসভার উদ্যোগে জামিজুরী ওয়ার্ডে ছিটানো হচ্ছে মশার ওষুধ

image

এডিস মশার লার্ভা ধ্বংসের মাধ্যমে মশার বংশবিস্তার রোধকল্পে চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশার ওষুধ স্প্রে করার কার্যক্রম হাতে নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।

এরই ধারাবাহিকতায় রবিবার (১৮ আগস্ট) পৌরসভার জামিজুরী  ৫ নম্বর ওয়ার্ডে মশার ওষুধ স্প্রে করা হয়। চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও দোহাজারী পৌরসভার প্রশাসক আ ন ম বদরুদ্দোজার নির্দেশক্রমে ও পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ শামীম মৃধার তত্ত্বাবধানে প্রতিটি ওয়ার্ডে মশার প্রজননস্থলে স্প্রে মেশিনের মাধ্যমে এ ওষুধ ছিটানো হচ্ছে বলে জানা গেছে। বিগত এগারো দিন ধরে এ কার্যক্রম চলছে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত চলমান থাকবে উল্লেখ করে সহকারী প্রকৌশলী মোহাম্মদ শামীম মৃধা বলেন, প্রত্যেকে যদি নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখেন তবে মশার উৎপাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। মশার ওষুধ ছিটানোর চেয়ে বাসাবাড়ির ফুলের টব, টয়লেটের কমোড, ফ্রিজ ইত্যাদিতে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলেই মশার বংশবিস্তার রোধ সম্ভব।

ওষুধ স্প্রেকালে উপস্থিত ছিলেন ওয়ার্ড আ.লীগ সভাপতি সিরাজুল ইসলাম, ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ আলাউদ্দিন, জসিম উদ্দিন, মারুফ, তাহছিন, মাসুদ, শফিকুর রহমান, আব্দুল হান্নান, রিপন প্রমূখ।