image

আলীকদমে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

image

বান্দরবানের আলীকদম উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১আগষ্ট) সকাল দশটায় আলীকদম উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জনাব সায়েদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আইনশৃংখলা কমিটির উপদেষ্টা মোঃ আবুল কালাম। অন্যান্যদের মধ্যে আইন-শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রকিব উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি, ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মার্মা, ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, আলীকদম প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ২০০৪সালের ২১আগষ্ট বঙ্গবন্ধু এভিন্যুতে সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন। সেই সাথে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকান্ড, হত্যা, অপহরণ ইদ্যাদিতে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়াও গত রবিবার রাঙ্গামাটি রাজস্থলীতে সেনাবাহিনীর নিয়মিত টহল দলের উপর গুলিবর্ষন ও সৈনিক নাসিমের মৃত্যুতে গভির শোক প্রকাশ করেন। 

বক্তারা বলেন বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও আলীকদম উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে ভাল। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে। এছাড়াও প্রতিটি ইউনিয়ন পরিষদের সঠিকভাবে গ্রাম আদালত পরিচালনা করলে মামলা মোকদ্দমা অনেকাংশে কমে যাবে।