image

বান্দরবানের আলীকদমে সমন্বিত পুষ্টি পরিকল্পনা বিষয়ক কর্মশালা

image

বান্দরবানের আলীকদমে সমন্বিত পুষ্টি পরিকল্পনা বিষয়ক এক কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

২৯ আগষ্ট বৃহস্পতিবার বেলা ১১টায় আলীকদম উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত একর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কামরুল হাসান, আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রুপম চন্দ্র মহন্ত, উপজেলা প্রার্থমিক শিক্ষা কর্মকর্তা ইস্কান্দর নুরী, কারিতাস খাদ্য নিরাপত্ত প্রকল্পের উপজেলা কোঅর্ডিনেটর জেসমিন চাকমা, আলীকদম প্রেস ক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হেডম্যান কারবারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। 

প্রকল্প ব্যবস্থাপক প্রভাত ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা বলেন, পাঁচ বছর মেয়াদে এই প্রকল্পটি আলীকদম উপজেলার দুটি ইউনিয়নে কাজ করবে। এই প্রকল্পের অন্যতম লক্ষ হবে পুষ্টি সম্পর্কে সচেতন করে তোলা, বিভিন্ন বিদ্যালয়ে পুষ্টি বাগান সৃজন করা ইত্যাদি।