image

শুল্ক ফাঁকির অভিযোগে রাজস্ব কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকে মামলা

image

আমদানি করা পণ্যে শুল্ক ফাঁকি দিয়ে পৌনে দুই কোটি টাকা আত্মসাৎ করার দায়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের সাবেক দুই রাজস্ব কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন বাদী হয়ে মামলা দু’টি করেন।

দুদক জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-১ উপ-সহকারী পরিচালক হোসাইন শরীফ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘অভিযুক্তরা আমদানি করা পণ্যের শুল্ক ফাঁকি দিয়ে ঘুষ লেনদেনের মাধ্যমে এক কোটি ৭৫ লাখ ৫৪ হাজার ৬৫৫ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় বিকালে কাস্টম হাউসের সাবেক দুই রাজস্ব কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।’ মামলার অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে।

তারা হলেন, চট্টগ্রাম কাস্টম হাউসের সাবেক রাজস্ব কর্মকর্তা শফিউল আলম, হুমায়ুন কবির, আমদানিকারক মেসার্স গ্যাবি ট্রেড ইন্টান্যাশনালের স্বত্বাধিকারী মো. কাশিফ ফোরকান, এমআর করপোরেশনের স্বত্বাধিকারী মো. হারুন শাহ এবং সিএন্ডএফ এজেন্টের মালিক আবুল হাসনাত সোহাগ।