image

বাঁশখালীতে বেগম রোকেয়া স্বর্ণপদক বৃত্তিপ্রদান ও গুণীজন সংবর্ধনা সম্পন্ন

image

বাঁশখালীতে আল-আমিন সংঘের উদ্যোগে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন স্বর্ণপদক বৃত্তিপ্রদান অনুষ্ঠান উপজেলা সদরে অবস্থিত গ্রীণপার্ক কমিউনিটি হলরুমে সম্পন্ন হয়েছে।

গত শনিবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৃত্তিপ্রদান অনুষ্ঠানে ক্রিড়া সংগঠক নাছির উদ্দিন ও আশরাফ হোছাইন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আমিন সংঘের সভাপতি জহির উদ্দিন মজুমদার। এসময় প্রধান অতিথি ছিলেন- বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন জলদী আধুনিক হাসপাতাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এস.এম শোয়াইবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, পৌরমেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমবিষয়ক সম্পাদক মু. খোরশেদ আলম, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি আল-বশিরুল ইসলাম, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, এডভোকেট তোফাইল বিন হোসাইন, আওয়ামীলীগ নেতা জিল্লুল করিম, হামিদ উল্লাহ হামিদ, উপজেলা ওলামালীগের সভাপতি মু. আক্তার, মনছুর আলী প্রমুখ।

অনুষ্ঠানে গুণীজন হিসেবে সংবর্ধিত হলেন পীরে কামেল আলহাজ্ব আবদুছ সালাম ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শাহিদা আক্তার জাহান। এ সময় চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের বাঁশখালী উপজেলাসহ ৫টি উপজেলার সাড়ে ৪শত কৃতি শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান এবং ১৫জন ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের স্বর্ণপদক প্রদান করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।

এসময় উপস্থিত বক্তারা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন স্বর্ণপদক বৃত্তিপ্রদান অনুষ্ঠান ও তাদের কাজের ভূয়সী প্রশংসা করেন।