image

রাঙ্গুনিয়ায় দিনব্যাপী ব্লাড ক্যাম্পিং

image

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ২০১৬ সালের এসএসসি ব্যাচ এর   উদ্যোগে এবং রাঙ্গুনিয়া  ব্লাড ব্যাংকের সহযোগিতায় দিনব্যাপী ফ্রি ব্লাড ক্যাম্পিং ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার সোনারগাঁও উচ্চ বিদ্যালয় হল রুমে এ কার্যক্রম সম্পন্ন হয়।

দিনব্যাপী  মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকার প্রায় চাশ ব্যক্তিকে ফ্রিতে ব্লাড গ্রুপ নির্ণয় করানো হয়। পরে প্রত্যেককে রক্তের গ্রুপ অনুসারে একটি করে আইডি কার্ড প্রদান করা হয়।

ব্লাড ক্যাম্পিং উদ্ভোদন করেন সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের এডমিন শহিদুল ইসলাম শহিদ,হাবিবুর রহমান হাবিব,নিশাত জাহান,সাইমা আকতার, জিন্নাত তালুকদার, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ জাহেদ, সারাতুল সাকিব। ২০১৬সালের ব্যাচের আসিফ উদ্দিন, রফিকুল ইসলাম, মুমিনুল হক,নিশান, জাহেদ, নাসমা আকতার, পুষ্পিতা, রিনি।