image

চট্টগ্রামে শিশুদের যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলছে কাট্টলী ইয়ুথ কাউন্সিল

image

শিশুদের যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে "প্রোজেক্ট প্রতিরোধ" নামক একটি কর্মসূচী শুরু করেছে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন কাট্টলী ইয়ুথ কাউন্সিল।

ইতোমধ্যে তারা ৩টি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসায় ৯৯০ জন শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানি প্রতিরোধে সচেতন করেছে। 

এই কর্মসূচীর প্রতিটি কর্মশালায় কাট্টলী ইয়ুথ কাউন্সিল এর সদস্যদের সাথে ঘটে যাওয়া যৌন হয়রানির গল্প ও একটি পুতুলের সাহায্যে ভালো ও খারাপ স্পর্শ সম্বন্ধে শিশুদের অবগত করা হয়। 

খারাপ স্পর্শকারী ব্যক্তিকে প্রতিরোধ করার বিভিন্ন কৌশল ও পদ্ধতি শিশুদের শেখানো হয়। শেষে তাদের কর্মসূচির কার্যকারীতা যাচাই ও শিশুদের বিনোদনের লক্ষ্যে একটি কুইজের মাধ্যমে তাদের প্রতিটি কর্মশালা শেষ করা হয়। 

কোন কোমলমতি শিশুকেই যেন যৌন হয়রানির শিকার না হতে হয় তা নিশ্চিতে ভবিষ্যতে বিভিন্ন বিদ্যালয়ে এই বিষয়ে কার্যকরী ও দীর্ঘমেয়াদী কর্মশালা পরিচালনায় কাট্টলী ইয়ুথ কাউন্সিল কাজ করে যাচ্ছে। 

উল্লেখ্য গত ৫ই জুলাই ২০১৯ তারিখে কাট্টলী এলাকার তরুণ সমাজকে সামাজিক কর্মকান্ডে নিয়োজিত করার মাধ্যমে তাদের বাস্তব জীবনভিত্তিক ব্যক্তিগত দক্ষতা বিকাশের উদ্দেশ্যে ও একটি শিক্ষামূলক আদর্শমানের পরিবেশ তৈরীর লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় কাট্টলী ইয়ুথ কাউন্সিল। এই উদ্দেশ্যকে সামনে রেখেই ইতোমধ্যে তারা শিশুদের স্বাস্থ্যবিধি, শিশুদের যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিরোধে সচেতনতা, সদস্যদের সংগঠন ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে।