image

সীতাকুণ্ডে প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকার অবমাননা

image

সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকার চরম অবমাননা করা হচ্ছে।

জেলার কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উত্তোলন করা হচ্ছে না জাতীয় পতাকা। বিদ্যালয়ের কর্তাব্যক্তিরাও এ ব্যাপারে উদাসীন। অনেকে আবার জানেনই না সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক।

সীতাকুণ্ডের প্রাথমিক শিক্ষা অফিসে জাতীয় পতাকা তোলার স্ট্যান্ড আছে কিন্তু পতাকা নেই। এর উত্তর জানা নেই কর্মকর্তাদের। যেখানে স্ট্যান্ড আছে, কিন্তু নিয়মিত পতাকা তোলা হয় না। সংক্রমণ রোগের মতো জাতীয় পতাকা না তোলার অনিয়মের দেখা মিলছে এখানে।

জাতীয় পতাকা শুধু এক খন্ড কাপড় নয়, একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের নিদর্শন। প্রতিষ্ঠানে জাতীয় পতাকা ব্যবহারের বিধি ভাঙার অপরাধে সর্বোচ্চ এক বছরের জেল অথবা ৫ হাজার টাকা জরিমানা কিংবা জেল-জরিমানা দুটোরই বিধান রয়েছে।