image

লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের মাসিক সভা অনুষ্ঠিত

image

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর গভর্ণর লায়ন কামরুন মালেক এমজেএফ বলেছেন, হাসির কোন বিকল্প নেই। হাসি দিয়ে বিশ্ব জয় করা যায়। সেজন্য এ বছর আমার ডাক 'হাসির তরে সেবা' বাস্তবায়ন করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে ব্যাপকভাবে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে তিনি লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের সদস্যদের অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান।

সম্প্রতি স্থানীয় একটি রেস্টুরেন্টে লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের মাসিক নিয়মিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের প্রেসিডেন্ট লায়ন নিশাত ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন এমএ মালেক, লায়ন ডাঃ শ্রীপ্রকাশ বিশ্বাস, চিফ কো-অর্ডিনেটর লায়ন মনজুরুল আলম মনজু, ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন ডাঃ সুকান্ত ভট্টাচার্য, ২য় ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন আল সাদাত দোভাষ, জিএমটি লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, কেবিনেট সেক্রেটারি লায়ন জিকে লালা, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, লায়ন সিলভেস্টার বার্ণাডেট, লায়ন ডাঃ গোপাল ভট্টাচার্য, লায়ন ইসমাইল চৌধুরী, লায়ন এসকে পালিত, লায়ন গোলাম মাওলা, লায়ন সারা তানভীর, লায়ন শাহিদা কামাল নাজু প্রমুখ। 

সভার শুরুতে সদস্যদের আনুগত্যের শপথবাক্য পাঠ করান লায়ন সেতারা রহমান। বিগত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন ক্লাব সেক্রেটারি লায়ন আবদুর রব শাহীন এবং আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন ক্লাব ট্রেজারার লায়ন মুহাম্মদ নোমান লিটন।

সার্বিক সহযোগিতায় ছিল লিও ক্লাব অব চিটাগাংয়ের প্রেসিডেন্ট লিও আবদুল্লাহ্ আলী আল হাসান, সদ্যপ্রাক্তন প্রেসিডেন্ট  লিও রাহুল লালা, লিও নাসরিন ও অন্যান্য সদস্যবৃন্দ।