image

সীতাকুন্ডে জায়গা জমির বিরোধে ৪পরীক্ষার্থীসহ একই পরিবারের ১১জনের বিরুদ্ধে মিথ্যা মামলা

image

সীতাকুন্ডের দক্ষিণ আকিলপুর গ্রামে নুরুল ইসলাম ও শফিউল্লাহ পরিবারের মধ্যে দীর্ঘদিন জায়গা জমির বিরোধের জের ধরে নুরুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষের একই পরিবারের ১১জনের বিরুদ্ধে একটি মারামারি ও চাঁদাবাজির অভিযোগ এনে কোর্টে  মিথ্যা মামলা দায়ের করে। আসামীদের তালিকায় দুইজন এসএসসি, দুইজন এইচএসসি পরিক্ষার্থী সহ ৭০ বছরের বৃদ্ধও রয়েছে।

সূত্রে জানা যায়, বাঁশবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ আকিলপুর গ্রামের শফিউল্লাহ নামের একই বাড়ীর (চাচাত-জেঠাত ভাই) নুরুল ইসলাম ও শফিউল্লাহ ওয়ারিশদের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে চট্টগ্রাম আদালতে একটি মামলা চলমান, যার মামলা নং-২৫২/১২ইং। মামলার বাদী নুরুল ইসলাম মামলায় তেমন সুবিধা করতে না পেরে বা ভাল ফলাফল না পাওয়ার ইঙ্গিত পেয়ে ফৌজদারী মামলা দিয়ে হয়রানীর ফন্দি আঁটে। গত ৯ সেপ্টেম্বর প্রতিপক্ষ শফিউল্যাহ পরিবারের ছেলে নাতিসহ ১১জনকে আসামী করে মারামারি ও চাঁদাবাজীর অভিযোগ ধারায় বিজ্ঞ চীফ জুটিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে। আসামীদের তালিকায় রিয়াদ(১৭) ও নিশন(১৭) এসএসসি পরিক্ষার্থী ও শহিদুল ইসলাম ও জসিম ইদ্দন এইচ.এস.সি পরিক্ষার্থী সহ বৃদ্ধ বাবা, ছেলেও সহ একই পরিবারের ১১জন।

বিবাদী সেকান্দর হোসেন(৭০) জানায়, বাদী নুরুল ইসলাম তাদের জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করে এবং একটি সিআর মামলা করে হয়রানী করছে। ঐ মামলায় সুবিধা করতে না পেরে গত ৯ সেপ্টেম্বর কোর্টে চাঁদাবাজীর অভিযোগ করে মিথ্যা মামলা দায়ের করে। নুরুল ইসলামের টাকা পয়সা বেশী থাকায় আমরা গরবী বলে পর পর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তার মিথ্যা মামলা ও হয়রানি থেকে তারা রেহায় পেতে প্রশাসনের নিরপক্ষ তদন্ত চান।