image

চট্টগ্রামে বিআরটিএ’র অভিযানে ১ বাস চালকের কারাদন্ড ৭ বাসকে জরিমানা

image

চট্টগ্রামে বিআরটিএ কর্তৃক পরিচালিত অভিযানে  ১ বাস চালককে কারাদন্ড ও ৭ বাস মালিককে জরিমানা করা হয়েছে। 

সোমবার (১৪ অক্টোবর) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা প্রদান করেন।

জানা যায়, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে গণপরিবহন চালানোর অপরাধে নগরীর অক্সিজেন মোড়ে চট্টগ্রাম বিআরটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট এস, এম, মনজুরুল হক বাস চালক মোঃ আবদুল জব্বার (৪০)কে কারাদন্ড দেন। 
বাস চালক আব্দুল জব্বারের লাইসেন্সটি ২০১৭ সালের আগস্ট মাসের ২৭ তারিখে মেয়াদোত্তীর্ণ হলেও তিনি ঐ লাইসেন্সটি নবায়ন না করেই নগরীর ৩ নং রুটে চট্টমেট্রো ছ ১১-১৪৩৭ নম্বরযুক্ত বাসটি চালিয়ে আসছিলেন। এ অপরাধে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। 

অপরদিকে একই এলাকায় পরিচালিত অভিযানে গন্তব্যে না গিয়ে মাঝপথে যাত্রী নামিয়ে দেয়া,  রুট পারমিট ছাড়া যানবাহন চালানো ও ফিটনেস না থাকার অপরাধে ৭টি বাসকে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এই ব্যাপারে বিআরটিএ'র ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক জানান, বর্তমানে লাইসেন্স করা নিয়ে কোনো ধরনের জটিলতা নেই। তারপরও লাইসেন্সবিহীন গাড়ী চালানো জঘন্য অপরাধ। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।