image

দুই কোটি টাকা আত্মসাৎকারীর শাস্তির দাবীতে চট্টগ্রামে গার্মেন্টস শ্রমিকদের সংবাদ সম্মেলন

image

অভিনব প্রতারণার ফাঁদ ফেতে নিরীহ ২হাজার গার্মেন্টস কর্মীর প্রায় ২কোটি টাকা নিয়ে পলাতক দারিদ্র্য মোচন ঋণদান সমবায় সমিতি (দামোস) চেয়ারম্যান মনছুরের সর্বোচ্চ শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে গার্মেন্টস শ্রমিকরা।

বুধবার ( ৩০ অক্টোবর) চট্টগ্রামের স্টীলমিল বাজারস্থ হোটেল এলাচিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আটকৃত দামোসের চেয়ারম্যান মনছুরের সর্বোচ্ছ শাস্তি,  গার্মেন্টসে চাকরীরত ২ হাজার নারী পুরুষের প্রায় ২ কোটি টাকা  ফেরতসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে সবার পক্ষ হয়ে পারভিন নামের একজন ভুক্তভোগী বলেন, দামোসের ৩ প্রতারক গ্রেপ্তার হলেও পরবর্তীতে কৌশলে ও তদবিরে জেল থেকে বের হয়ে যায় ২জন। পরে মনসুরকে গ্রেপ্তার গ্রেপ্তার করা হয়। নেত্রকোনা জেল হাজতে থাকা মনসুর এখন টাক খরচ করে নানা কৌশলে জেল থেকে বের হওয়ার পাঁয়তার করছে। 

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, নিরীহ গার্মেন্টস শ্রমিকদের কষ্টার্জিত অর্থ লোপাট করে যে অপরাধ মনসুরসহ তার সহযোগীরা করেছে, এর দৃষ্টান্তমূলক শাস্তি না হলে গার্মেন্টস শ্রমিকরা এভাবে নিঃস্ব হতে থাকবে বলে ভুক্তভোগীরা দাবী করেন।

তারা মনসুরের দৃষ্টান্তুমূলক শাস্তি ও নিজেদের টাকা ফেরত পেতে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।