image

চট্টগ্রামের আগ্রাবাদে ট্রাস্ট ইন অটোমোবাইলসের শো-রুম উদ্বোধন

image

চট্টগ্রামের আগ্রাবাদ শেখ মুজিব সড়ক সংলগ্ন এলাকায় ট্রাস্ট ইন অটোমোবাইলস্‌ গাড়ির শো-রুম সোমবার উদ্বোধন করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন জাপানে ব্যবহৃত গাড়ির রপ্তানিকারক সোহেল চৌধুরী।

উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ শাহেদুল ইসলাম এবং বারভিটার সদস্য ও পাইকারি গাড়ি বিক্রেতা মোহাম্মদ নজরুল ইসলাম।

জাপান থেকে আমদানিকৃত গাড়ির ‘উত্তম গুণাবলী এবং যুক্তিসঙ্গত মূল্য’ প্রতিপাদ্য স্লোগানে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা শুরু। পাশাপাশি উদ্বোধন করা হয়েছে স্থানান্তরিত ‘ব্লু টাচ’ এর শোরুম।

অনুষ্ঠানে বারভিটার পক্ষ থেকে বারভিটার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আনোয়ার শাহাদাৎ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসনময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার সদ্য প্রাক্তন জেলা গভর্ণ রলায়ন নাছির উদ্দীন চৌধুরী, বারভিটার সদস্য ডা. হাবীব, জোনায়েদ হেলাল, সাইফুর রহমান, ওয়াটারওয়াইজের মোহাম্মদ মঞ্জু, জরিফ আলী।

এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দীন, মোহাম্মদ ইউছুপ ছামাদ, মোহাম্মদ জহির, মোহাম্মদ মঞ্জুরুল আলম মঞ্জু, লায়ন মোহাম্মদ জাফর উল্ল্যাহ চৌধুরী, লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, লায়ন মোহাম্মদ সাইফুদ্দীন হক, লায়ন হাবীবুর রহমান, লায়ন মোরশেদ, লায়ন মোহাম্মদ মোসলেহ উদ্দীন অপু, লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর, লায়ন শামসুদ্দীন সিদ্দিকী, লায়ন মির্জা আকবর আলী চৌধুরী।