image

জরাজীর্ণ ভবনে চলছে চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের দাপ্তরিক কার্যক্রম

image

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের জরাজীর্ণ ভবনে চলছে দাপ্তরিক কার্যক্রম। পুরো ভবনের চারপাশে দেয়ালে ফাটল দেখা দিয়েছে। সংস্কারের অভাবে উপজেলার জনগুরুত্বপূর্ণ ভূমি অফিসটি জরাজীর্ণ হয়ে পড়েছে।

উপজেলা ভূমি অফিসের জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা  কার্যক্রম চালিয়ে আসলেও ভবনটি সংস্কারের কোনো উদ্যোগ নেই।

বুধবার (৬ নভেম্বর) সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, পুরানো ভবনের ভিতরের ছাদ থেকে পলেস্তারা খসে খসে পড়ছে কর্মকর্তা-কর্মচারী ও জায়গা-জমি সংক্রান্ত কাজে আসা সেবাপ্রার্থীদের মাথার উপর। কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ অফিসে বসে কাজ করে যাচ্ছেন। যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করছেন অফিসে কর্মরত লোকজন ও সেবাপ্রার্থীরা। দ্বিতল এই ভবনটির উপর তলায় উপজেলা ভূূূমি অফিস এবং নীচতলায় রয়েছে কৃষি কর্মকর্তার কার্যালয় ও হিসাব রক্ষণ অফিস।

এতে প্রায় ৩০/৪০ জন কর্মকর্তা-কর্মচারী অফিসের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, ১৯৭৮ সালের ৪ ডিসেম্বর নির্মিত এই ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম জেলার তৎকালীন জেলা প্রশাসক জিয়াউদ্দিন মোহাম্মদ চৌধুরী।

সেবাপ্রার্থীরা বলছেন, দোহাজারী পৌরসভা ও জোয়ারা ইউনিয়নে ভূমি অফিসের নবনির্মিত ভবনগুলোর নির্মাণকাজ সমাপ্ত হওয়ার পথে থাকলেও চন্দনাইশ উপজেলা ভূমি অফিসটি দীর্ঘদিনেও সংস্কার হচ্ছেনা। দ্রুততম সময়ে জরাজীর্ণ এই ভবনটি সংস্কারের দাবি জানান তারা।