image

আনোয়ারায় অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ আটক ১

image

চট্টগ্রামের আনোয়ারায় অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ মো. আলী আকবর রাসেল (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

বুধবার (৬ নভেম্বর) রাতে উপজেলার বটতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত রাসেল আনোয়ারার বটতলী এলাকার মৃত বেলাল মাস্টারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসা করে আসছে রাসেল। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বটতলী এলাকার বেলাল মাস্টারের বসতঘরে অভিযান চালায়। 

এ সময় রাসেলের ঘরে তল্লাশি চালিয়ে বিভিন্ন মোবাইল অপারেটরের ৯৬৪টি সিম, দুইটি ল্যাপটপ, দুইটি রাউটার ও বিভিন্ন সরঞ্জামসহ রাসেলকে আটক করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বিষটি নিশ্চিত করে বলেন, আটককৃত রাসেলের বিরুদ্ধে বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।